সাপাহারে মোবাইল ব্যাংকিং সম্ভাবনা,সমস্যা ও প্রতিকার" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নওগাঁ সাপাহারে মোবাইল ব্যাংকিং( নগদ) এর মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সকল ভাতার অর্থ পরিশোধ "সম্ভাবনা,সমস্যা ও প্রতিকার" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আব্দুল্যাহ আল মামুন।
সেমিনারে বিভিন্ন প্রকার ভাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আদান প্রদানের সমস্যা ও প্রতিকার বিষয়ে ব্যাপক আলোচনা করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক এ. কে. এম. সারোয়ার জাহান।
সাপাহার উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর নওগাঁ জেলার উপ-পরিচালক নূর- মোহাম্মদ, সহকারি পরিচালক মোতাছিন বিল্লাহ প্রমুখ। সেমিনারে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ