পার্বতীপুরে ফিস্টুলা রোগ বিষয়ক নেটওয়ার্ককিং মিটিং অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে ফিস্টুলা রোগ বিষয়ক নেটওয়ার্ককিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ মার্চ) বিকেলে পার্বতীপুর শহরের ইয়ং স্টার ক্লাবে ল্যাম্ব হাসপাতালের পক্ষ থেকে এই মিটিং এর আয়োজন করা হয়।
অনুষ্ঠিত মিটিং এ নারী জনন অঙ্গের ফিস্টুলা রোগ বিষয়ক আলোক চিত্র প্রদর্শন করা হয়। সেখানে ফিস্টুলা কি,ফিস্টুলা হওয়ার কারণ, ফিস্টুলার বর্তমান পরিস্থিতি সহ নারী জনন অঙ্গের ফিস্টুলা চেনার সহজ উপায় এবং ফিস্টুলা প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ল্যাম্ব হাসপাতালের পক্ষে উপস্থিত থেকে ফিস্টুলার বিষয়ে বিস্তারিত বর্ননা দেন প্রজেক্ট ম্যানেজার মাহতাব লিটন ও ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ডাঃ তাহমিনা খাতুন। তাঁরা বলেন,নারী জনন অঙ্গের ফিস্টুলা প্রতিরোধযোগ্য।যথা সময়ে চিকিৎসায় শতকরা ৬৮% রোগী ভালো হয়। সম্পূর্ণ বিনামূল্যে এই রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে।
ল্যাম্বের প্রজেক্ট ম্যানেজার মাহতাব লিটন জানান, ২০০৬ ইং সাল থেকে তাঁরা ফিস্টুলা নিয়ে কাজ করছেন। এ পর্যন্ত ১৫ শ'র অধিক ফিস্টুলা রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। রংপুর বিভাগের ৮ টি জেলা ও রাজশাহী বিভাগের ৩ টি জেলায় তাঁদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মোট ১১ টি জেলার ৯২ টি উপজেলায় তাঁরা কাজ করছেন। তাঁদের এই কাজে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন বাংলাদেশের ডিজিএইচএস এবং ইউএনএফপিএ।
মিটিং এ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক সহ স্হানীয় বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ