মহান স্বাধীনতা দিবসে বগুড়ায় মৎস্যজীবী লীগের খাবার বিতরণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়ায় গরীব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে শহরের জজকোর্ট এলাকায় জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে এসব খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার আহবায়ক রাসেল আহম্মেদ কনক, সদস্য সচিব কামরুজ্জামার মানিক, যুগ্ম আহবায়ক পবন সরকার, শাকিল মাহমুদ, সদস্য তোফাজ্জল হোসেন, শেখ মাহবুব, সৈয়দ রায়হান, জাহাঙ্গীর, দেলোয়ার, সাবউল ইসলাম, নাইস আকতার, হাফসা খাতুন, শ্রী বিদ্যুৎ কুমার আনিসার, সোহেল হাসান সোয়ান, জামাল, জিয়াদ, রুস্তম প্রমুখ।
খাবার বিতরণকালে নেতারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আয়ুষ্কালের ৫৫ বছরের প্রতিটি মুহূর্তে ব্যয় করেছেন বাঙ্গালি জাতির মুক্তির সংগ্রামে। এ দেশের মানুষ যাতে আত্মমর্যাদা নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এজন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন।
১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ পুরোটাই বঙ্গবন্ধুময়।
বঙ্গবন্ধু বলেছিলেন, “এ স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেট ভরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা-বোনেরা কাপড় না পায়।
নেতারা আরো বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করে চলেছেন তারই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। ৫০ বছরে বাংলাদেশ নামক ঝুড়িটি আর তলাবিহীন নয়, ঝুড়ি এখন সাফল্যে পরিপূর্ণ ।

প্রেস বিজ্ঞপ্তি