শাজাহানপুরে দুবলাগাড়ী কলেজে মতবিনিময় সভা
বগুড়ার শাজাহানপুরে দুবলাগাড়ী কলেজে গভার্নিং বডি’র সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
রবিবার বেলা ২ টায় কলেজের সভাকক্ষে শিক্ষক-কর্মচারী নিয়ে এ মতবিনিময় সভা করা হয়।
দুবলাগাড়ী কলেজের অধ্যক্ষ রাসেদ মোহাম্মদ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে শিক্ষকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ।
এ সময় মতবিনিময় সভায় অংশনেন বিদ্যুৎসাহী সদস্য ফিরোজ আহমেদ,অভিভাবক সদস্য মাহফুজার রহমান,রায়হান আলী, শিক্ষক প্রতিনিধি প্রভাষক শহিদুর রহমান,প্রভাষক শাহিদা নাসরিন, প্রভাষক আবু হেনা মোস্তফা কামাল,সহকারী অধ্যাপক খান মোহাম্মদ আইনুল হক,প্রভাষক মশিউর রহমান, প্রভাষক শামছুর রহমান,প্রভাষক নিগার সুলতানা প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ