বগুড়ায় গণ টিকার ২য় ডোজ শুরু
বগুড়ায় গণ টিকার ২য় ডোজ প্রদানের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের সাতমাথায় বেলুন উড়িয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু।
আজ প্রথম দিন ৩৬ হাজার মানুষকে ২য় ডোজ টিকা দেয়া হবে। এছাড়াও যারা প্রথম ডোজ টিকা নেননি তারা এলে তাদের প্রথম এবং যাদের বুষ্টার ডোজ দেয়া সময় হয়েছে তারা এলে তাদের বুষ্টার ডোজ দেয়া হবে। সদর উপজেলায় ৯০টি কেন্দ্রে এই টিকা প্রদান চলছে। যা চলবে আগামী ৩দিন।

ষ্টাফ রিপোর্টার