উন্নয়ন সাংবাদিকতার দিকে এখন বেশি মনোযোগ দিতে হবে
বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বলেছেন, উন্নয়ন সাংবাদিকতার দিকে এখন আমাদের বেশি মনোযোগ দিতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। উন্নয়নের এই চিত্রগুলোই সাংবাদিকদের তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, নানা চমক নিয়ে আমাদেরসময় আত্মপ্রকাশ করায় মূলধারার অন্যান্য পত্রিকাগুলো সেইসময় চরম ধাক্কা খায়। দামে সাশ্রয়ী এবং খবরের ভিন্নতার কারণে সেই যে পাঠকপ্রিয়তা লাভ করে, সেটি এখনো চলমান।
সোমবার দুপুর ১২টায় বগুড়া প্রেসকাব মিলনায়তনে দৈনিক আমাদেরসময় পত্রিকার ১৮তম জন্মদিন উপলে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম।
তিনি বলেন, আমাদের সময়ের দীর্ঘ পথপরিক্রমা সম্ভব হয়েছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে। পাঠককে স্বল্প পরিসরে সঠিক খবর পৌঁছে দেয়ার ধারাটিই চালু করেছে আমাদের সময়। তাঁরা পত্রিকাটির সফল ও সাবলীল দীর্ঘ যাত্রা কামনা করেন।
দৈনিক আমাদেরসময় পত্রিকার বগুড়ার নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্তের সভাপতিত্বে এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সাধারণ সম্পাদক জেএম রউফের সঞ্চালনায়, আরো বক্তব্য রাখেন বগুড়া প্রেসকাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া প্রেসকাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসকাবের সহসভাপতি আব্দুস সালাম বাবু, কোষাধ্য কমলেশ মোহন্ত শানু, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র দাস, বাংলাভিশন টিভির ব্যুরো চিফ আব্দুর রহিম বগরা, আরটিভির জেলা প্রতিনিধি জিএম সজল, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার ইলিয়াস আলী, বিইউজের দৈনিক করতোয়া পত্রিকার ইউনিট চিফ আসাফুদৌলা ডিউক, দৈনিক চাঁদনী বাজার পত্রিকা ডেপুটি ইউনিট চিফ বিধান চন্দ্র সিংহ, ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, শফিকুল ইসলাম শফিক, মোমিনুল ইসলাম সাইন, দৈনিক বণিকবার্তা পত্রিকার জেলা প্রতিনিধি এইচ আলীম, আলমগীর হোসেন, আমাদের সময়ের দুপচাঁচিয়া প্রতিনিধি আবু আব্দুল্লাহ প্রিন্স, কাহালু প্রতিনিধি মুনসুর রহমান তানসেন, শেরপুর প্রতিনিধি শফিকুল ইসলাম শরীফ, আব্দুর রউফ রুবেল, দীপক কুমার সরকার প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি