পঞ্চগড়ে প্রয়াত সাংবাদিক বুলেটের নামে স্মৃতি সড়কের ফলক উম্মোচন
পঞ্চগড়ের প্রয়াত সাংবাদিক মরহুম আজাহারুল হক প্রধান বুলেটের স্মরণে বুলেট স্মৃতি সড়কের ফলক উন্মোচন করা হয়েছে।
সোমবার বিকেলে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক হয়ে জেলা শহরের কাঁচা বাজারের সড়কের স্মৃতিফলক উদ্বোধন করেন পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন। পরে প্রয়াত এই সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ফলক উম্মোচন অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, পঞ্চগড় পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন মৃধা, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান, সাংবাদিক বুলেটের ছোট বোন বোন ফরিদা আখতার প্রধান বিউটি, ভগ্নিপতি মখলেছার রহমান লাবুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক বুলেট ৮০’র দশকে পঞ্চগড় জেলার একজন খ্যাতিমান সাংবাদিক ছিলেন। তিনি দৈনিক দাবানল পত্রিকার জেলা প্রতিনিধি ছিলেন। তার বাবা নজরুল হক প্রধানও এই পেশায় যুক্ত ছিলেন। তাদের বাড়িতেই তৎকালীন সময়ের সংবাদকর্মীদের আড্ডা বসতো। পঞ্চগড় প্রেসক্লাব তিষ্ঠায় তার অনন্য উদ্যোগের কথা স্মরণীয় হয়ে আছে। ১৯৯৬ সালে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। দুর্ঘটনাস্থলে ইতিপূর্বে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে পঞ্চগড় পৌর পরিষদের জানুয়ারি মাসের সাধারণ সভায় ওই সড়কটি প্রয়াত সাংবাদিক বুলেট স্মৃতি সড়ক নামকরণের অনুমোদন দেয়া হয়।

পঞ্চগড় প্রতিনিধি