আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি ঘোষণা
বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটির ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে উপজেলার সান্তাহার আওয়ামীলীগ কার্যালয়ে এই কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নুর ইসলামকে আহবায়ক ও আব্দুর রাজ্জাক রানাকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দিয়েছে জেলা শ্রমিকলীগের আহবায়ক কামরুল মোর্শেদ আপেল।
কমিটির যুগ্ম আহবায়ক পদে নির্বাচিত হলেন- মোজ্জাম্মেল হক, মানিক ধলু, শফিক উদ্দীন, শহীদ মোল্লা, রবিউল ইসলাম, মোস্তফা মন্ডল, আব্দুস সালাম, লিটন বাবু ও মহিলা সম্পাদিকা সমাপ্তি বেগম প্রমূখ। অনুষ্ঠিত সভায় কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-এলাহী কাজল, যুগ্ম সম্পাদক নিসরুল হামিদ ফুতু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি সহ স্থানীয় নেতৃবৃন্দরা।

আদমদীঘি (বগুড়া) সংবাদাতা :