গাছের সাথে শত্রুতা!
বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা পূর্বপাড়া গ্রামের জয়নাল আবেদীন (৪৯) নামে এক কৃষকের বনজ বৃক্ষ বাগানের ২৮টি বেলজিয়াম গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দৃর্বৃত্তরা। জয়নাল আবেদীন মানিকদিপা পূর্বপাড়ার মৃত হোসেন আলীর ছেলে।
এঘটনায় সোমবার বিকেলে কৃষক জয়নাল আবেদীন বাদি হয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
কৃষক জয়নাল আবেদীন জানান, এক বছর আগে মানিকদিপা মৌজায় তার ৪ শতক নিজস্ব জমিতে ৩২টি বেলজিয়াম গাছ লাগিয়েছেন। গত শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে জমিতে গিয়ে দেখতে পান কে বা কারা তার লাগানো ৩২টি গাছের মধ্যে ২৮টি বেলজিয়াম গাছ কেটে ফেলেছে।
তিনি আরো জানান, তার কোন শত্রু নেই। কে বা কেন গাছ গুলি কেটেছে তা তিনি জানেন না।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ