কিশোরগঞ্জে ডায়াবেটিস, কিডনি, ক্যান্সারসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কর্মশালা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে হেপাটাইটিস, ডায়াবেটিস, কিডনি রোগ, ক্যান্সারসহ বিভিন্ন দীর্ঘ মেয়াদী রোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু শফি মাহমুদ।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাবির হোসেন সরকার, ডাঃ তাজিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাদ্দৌলা লিপটন, প্রেস ক্লাব আহ্বায়ক আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ। কর্মশালয়াটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ঈমাম-প্রহিতসহ ৩৫ জনের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি