বগুড়ায় এক্মি পেস্টিসাইডস এর আলোচনা সভা
আর্ন্তজাতিক মানের বালাই নাশক চাষি পর্যায়ে ব্যবহার নিশ্চিতকরনের লক্ষ্যে উত্তরবঙ্গের কোম্পানি সমুহের সত্ত্বাধীকারীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে শহরের পর্যটন মোটেলে এক্মি পেস্টিসাইডস লিমিটেড এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. দুলাল হোসেন।
এগ্রি বিজনেস লিঃ এর পরিচালক (অপারেশন) কৃষিবিদ খন্দকার সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রেজানুর রহমান সিনহা। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির প্রধান হিসাব রক্ষক সেলিম রেজা। বক্তব্য রাখেন নিড এগ্রো লিঃ এর চেয়ারম্যান মো. স্বপন, ডাঃ মো. জাহিদুল ইসলাম, আমিনুর রহমান মিন্টু, হাফিজুর রহমান, আমান গ্রুপের আব্দুস সাত্তার প্রমুখ সহ বিভিন্ন কোম্পানির সত্ত্বাধীকারীগন। সার্বিক সহযোগিতায় ছিলেন এগ্রো লিঃ এর আব্দুল আজিজ বাদশা ও কৃষিবিদ নজরুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তি