পঞ্চগড়ে দরিদ্র মহিলাদের সমাবেশ ও প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
পঞ্চগড়ে গ্রামীণ দরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগিদের সমাবেশ ও সমাপনী অনুষ্ঠান হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন ওই অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। ফেডারেশনের চেয়ারম্যান শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার সহকারী পরিচালক মাছুম আলী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আরজুমান, চাকলাহাট ইউপি চেয়ারম্যান , চাকলাহাট ইউনিয়ন আওয়ামীলীদের সভাপতি আব্দুল কুদ্দুস প্রামানিক ও হাড়িভাসা ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন চেয়ারম্যান সোলায়মান আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক নুর আলম। অনুষ্ঠানে ফেডারেশন চেয়ারম্যান শাহিদুল ইসলাম জানান, বিএনএফ’র আর্থিক সহায়তায় ৯ম কিস্তিতে গত এক বছর আগে প্রকল্পের আওতায় চাকলাহাট ইউনিয়নের ৩৫ জন দরিদ্র মহিলাকে দুইটি করে ছাগল বিনামূল্যে দেয়া হয়। ছাগলের চিকিৎসার জন্য সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। ইতোমধ্যে প্রত্যেকের ৪/৫টি করে ছাগল হয়েছে। অনেকে আবার ছাগল বিক্রয় করে গরু ক্রয় করেছে। এর আগের প্রকল্পের সহায়তায় উপকারভোগিরা অনেকে স্বাবলম্বি হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি