শিবগঞ্জ পৌরসভা কার্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা কার্যালয়ে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোরের দল পৌর কার্যালয়ের অফিস কক্ষের জানালার গ্রীলকেটে ভিতরে প্রবেশ করে অফিসের ৫টি স্টীলআলমিরার তালা ভেঙ্গে ২টি কম্পিউটারের পিসি, ২টি মনিটর, ব্যাংকের চেক বহি সহ অফিসের প্রয়োজনীয় কাগজপত্রাদি চুরি করে নিয়ে যায়।
এব্যাপারে পৌরসভার অফিস সহকারী বদিউজ্জামান বলেন, পৌসভায় সিসি ক্যামেরায় এলাকাটি নিয়ন্ত্রিত থাকলেও সংঘবদ্ধ চোরের দল দুঃসাহসিক ভাবে এ চুরি সংগঠিত হয়। নাইট গার্ড পাহারা থাকলেও সু-কৌশলেও তারা চুরি কার্য চালায়। সিসি ক্যামেরায় ধারনকৃত ফুটেজ থেকে চুরির গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। জিনিসপত্র, নগদ টাকা প্রয়োজনীয় কাগজপত্র সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ