বগুড়া সদর উপজেলা কৃষকলীগের প্রস্তুতি সভা
আগামী ১৬ই এপ্রিল সদর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতিমুলক সভা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সদরের মাটিডালি এলাকায় অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা কৃষকলীগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আবু জাফর ফরাজীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলার সভাপতি আলমগীর বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলার সাধারন সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, জেলার সহ-সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ন সাধারন সম্পাদক বাদল রহমান, সদস্য ও দায়িত্বপ্রাপ্ত নেতা বজলার রহমান বকুল। উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহবায়ক তাইফুর রহমান সুমন, স্বপন মোল্লা, জাহিদুল ইসলাম এবং সদস্য সচিব আব্দুল মান্নান বাচ্চু প্রমুখ।
মঙ্গলবার বিকালে সদর উপজেলা কৃষকলীগের প্রস্তুতি মুলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা।

প্রেস বিজ্ঞপ্তি