১৪ মে বগুড়া পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
আগামী ১৪ই মে বগুড়া পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের বড়গোলাস্থ অস্থায়ী কার্যালয়ে বগুড়া পৌর কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা শেষে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
পৌর কৃষকলীগের আহবায়ক মাসুদ রানা সরকার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলার সভাপতি আলমগীর বাদশা। যুগ্ন আহবায়ক তাহিয়াতুল কাবির রাব্বুল এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলার সাধারন সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জেলার যুগ্ন সাধারন সম্পাদক বাদল রহমান, শাহীন কাদির জোয়ারদার, সাংগাঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, কৃষি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন ও সদস্য বজলার রহমান বকুল।
উপস্থিত ছিলেন পৌর কৃষকলীগের সদস্য আব্দুস সাত্তার বুলবুল, মমিনুর রহমান, মাসুদ করিম, নাজির হোসেন নয়ন, জাকির হোসেন, আব্দুল গফুর, জাহিদুল ইসলাম, লিটন, সাইফুল ইসলাম এবং মনি প্রমুখ।
মঙ্গলবার বিকালে বগুড়া পৌর কৃষকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা।

প্রেস বিজ্ঞপ্তি