বগুড়া সারিয়াকান্দী হাট-বাজার ইজারা কমিটির বিরুদ্ধে আদালতে মামলা
সারিয়াকান্দী উপজেলা হাট-বাজার ইজারা ব্যবস্থপনা কমিটির বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার মেসার্স সূর্য্য কন্সষ্ট্রাকশনের স্বত্বাধিকারী নব চন্দ্র শীল (সূর্য্য) বাদী হয়ে সারিয়াকান্দী সহকারী জজ আদালতে ৪৪/২২ অন্য নাম্বার মামলা দায়ের করে। সেই সাথে ১নং হতে ৮নং বিবাদীগনের বিরুদ্ধে উক্ত হাটের কার্যক্রম স্থগিত চেয়ে নিষেধাজ্ঞার আদেশের আবেদন করে। সেই মর্মে মাননীয় আদাল উক্ত শুনানী শেষে ১নং হতে ৮নং বিবাদীগনের বিরুদ্ধে ১০ দিনের কারণ দর্শানোর শোকজ নোটিশ জারি করে।
মামলা সূত্রে জানা যায়,উক্ত হাট-বাজারটি প্রতি বছরের ন্যায় সরকারি নীতিমালা অনুযায়ী বাংলা ১৪২৯খ্রিঃ সনের ১লা বৈশাখ হতে ৩০শে চৈত্র পর্যন্ত ০১ বছরের জন্য ইজারা প্রদানের লক্ষ্যে ০৩নং বিবাদী সারিয়াকান্দী ইউএনও গত ১৬ জানুঃ-২২ইং তারিখে বিজ্ঞপ্তি জারি করে এবং বাদী গত ০৮ই ফেব্রুঃ২২ইং তারিখে উক্ত হাটের ইজারায় অংশ গ্রহন করে ও দাখিলকৃত দরের সরকারী হাট-বাজার নীতিমালা/বিধি-বিধান মতে বাদী ৩০% ব্যাংক ড্রাফট(বিডি)/পে অর্ডারসহ দরপত্রটি টেন্ডার দাখিল করে এবং সরকারী নিয়ম-নীতি অনুযায়ী দরপত্রটি যাচাই-বাচাই অন্তে সঠিক বলিয়া বিবেচিত/কৃতকার্য হয়।
উক্ত ইজারার দরপত্রে দাখিল করা নিদ্ধারিত ৩০% ব্যাংক ড্রাফট(বিডি)/পে অর্ডারের টাকার চেয়ে অনেক কম টাকার ব্যাংক ড্রাফট(বিডি)/পে অর্ডার নিয়ে সরকারী নিয়ম-নীতি বর্হিভূত ভাবে কার্য্যক্রম করে সম্পূর্ন অন্যায়,অবৈধ,বে-আইনী,যোগসাজসী,আইন ও ন্যায় বিচার পরিপন্থী ভাবে ১নং হতে ৮নং বিবাদীগন ০৯নং বিবাদী জাহাঙ্গীর আলম(নয়ন) এর নামে বগুড়া সারিয়াকান্দী উপজেলার দেবডাঙ্গা হাট-বাজারটি ইজারা দেয়ার অনুমোদন দেয়।
বাদী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সূর্য্য কন্সষ্ট্রাকশনের স্বত্বাধিকারী নব চন্দ্র শীল(সূর্য্য)গত ২০শে ফেব্রুঃ-২২ইং তারিখে উক্ত ঘটনা জানতে পেরে জেলা প্রশাসক (ডিসি),বগুড়া ও ইউএনও,এসিল্যান্ড সারিয়াকান্দী বিবাদীগনকে লিখিত অভিযোগ দাখিল করে এবং বিবাদীগন বিষয়টি দেখা হবে বলে বাদীকে আস্বস্ত করে। কিন্তু বিবাদীগন অদ্যবর্ধি কোনরূপ গুরুত্ব প্রদান বা কোন সমস্যার সমাধান করেন নাই।
বিধায় বাদী গত ০৭ মার্চ-২২ইং তারিখে ১নং বিবাদী জেলা প্রশাসক (ডিসি),বগুড়া বরাবর তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী নালিশী হাট-বাজারের সকল তথ্য সরবরাহের জন্য আবেদন করে। তার প্রেক্ষিতে বাদী ১৫ মার্চ-২২ইং তারিখে সকল তথ্য প্রাপ্ত হইয়া জানতে পারে যে ০৯নং বিবাদী জাহাঙ্গীর আলম(নয়ন) সরকারি হাট-বাজারের নীতিমালা,বিধি-বিধান মতে ৩০% বিডি/প্রে-অর্ডারসহ দরপত্র দাখিল করতে হয়। সেখানে সে দাখিলকৃত দরের ০১লক্ষ ৮৪ হাজার টাকা ৩০% হিসাবে ৫৫ হাজার ০২শত টাকা হলেও উক্ত বিবাদী মাত্র ৫০ হাজার টাকার বিডি দাখিল করে এবং ১০নং বিবাদী রফিকুল ইসঃ দাখিলকৃত দরের ০১লক্ষ ৮৩ হাজার টাকা ৩০% হিসাবে ৫৪ হাজার ৯০০ শত টাকা হলেও উক্ত বিবাদী মাত্র ৫০ হাজার টাকার বিডি দাখিল করে।
এছাড়াও আরো উল্লেখ থাকে যে,সকল হাট-বাজারের নীতিমালা ও বিধি-বিধান অনুযায়ী উক্ত সিডিউলে কোন প্রকার ঘষা-মাজা,কাটাকাটি,লেখার উপর লেখা দরপত্র গ্রহণ যোগ্য হইবে না এবং তা সরাসরি বাতিল বলে গন্য হবে তা শর্তেও ৩-৮নং বিবাদীগন সম্পূর্ণ বে-আইনী ভাবে ৯/১০নং বিবাদীর সহিত যোগাসাজসী করে অবৈধ ভাবে বাদীকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করে অযোগ্য বলে বিবেচিত করে।
এবিষয়ে বাদী বলে,দেবডাঙ্গা হাট-বাজার ইজারায় সরকারী বিধি-বিধান/নিয়ম নীতি বর্হিভূত ভাবে গুরুতর অনিয়ম করা হয়েছে। এছাড়াও দরপত্রের বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী অফিসার সারিয়াকান্দী নিজেই উল্লেখ করেছেন যে,দরপত্র দাতাকে দরপত্রে উদ্ধৃত মূল্যের ৩০% অর্থ ব্যাংক ড্রাফট(বিডি)/পে অর্ডারের মাধ্যমে দরপত্রের সাথে জমা দিতে হবে। অন্যথায় দরপত্র বাতিল বলে গণ্য হবে।
কিন্তু ১-৮নং বিবাদীগন সরকারি নিয়ম-নীতি অনুসরণ না করিয়া মনগড়া মত উদ্দেশ্য প্রণোদিত ভাবে সম্পূর্ন অন্যায়,অবৈধ,বে-আইনী,যোগসাজসী,আইন ও ন্যায় বিচার পরিপন্থী ভাবে ১নং হতে ৮নং বিবাদীগন ০৯নং বিবাদী জাহাঙ্গীর আলম(নয়ন) এর নামে বগুড়া সারিয়াকান্দী উপজেলার দেবডাঙ্গা হাট-বাজারটি ইজারা দেয়ার অনুমোদন দেয়। তাই আমি বাধ্য হয়ে আইনের দারস্থ হয়ে আদালতে মামলা দায়ের করি।
এবিষয়ে সারিয়াকান্দী উপজেলা হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নাই।

প্রেস বিজ্ঞপ্তি