তেঁতুলিয়ায় রাতের অন্ধকারে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মানিকডোবা এলাকায় রাতের অন্ধকারে জমি দখল করে সেখানে ঘর নির্মাণের ঘটনা ঘটেছে। গভীর রাতে ওই জমিতে ঘরও তুলেছেন প্রতিপক্ষ প্রভাবশালীরা। ঘটনার এখানেই শেষ নয়; তাদের হুমকিতে এখন বাড়ি থেকে বের হতে পারছেন না জমির মালিক আনোয়ার হোসেনসহ কয়েকটি পরিবারের মানুষ। এ ব্যাপারে তেতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। থানা থেকে ঘটনাস্থল পরিদর্শন করে ওই জমিতে ঘর নির্মাণ করতে নিষেধ করা হলেও পুলিশের নির্দেশনা মানছেন না দখলকারীরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, শেখগছ মৌজার ২৩৭ নং খতিয়ান ভূক্ত ৩২২৪ দাগের অন্তর্গত ৫৭ শতক জমির মধ্যে ৭ শতক জমিতে পৈত্রিক সূত্রে দীর্ঘ ৬৫ বছর ধরে শাক সবজির আবাদ করে আসছেন আনোয়ার হোসেন। ওই খতিয়ানের আরও কিছু জমিতে দীর্ঘকাল চাষাবাদ করে কয়েকটি পরিবার দিন যাপন করছেন। গত ২৮ মার্চ গভীর রাতে হঠাৎ করেই ওই গ্রামের মৃত বাচ্চামদ্দিনের ছেলে আজিরুল ইসলাম ও তার ২০/২৫ জন সাঙ্গপাঙ্গ ওই জমিতে ঘর টিনের ঘর নির্মাণ শুরু করেন।
পরের দিন ঘর নির্মাণে বাধা দিলে তারা লাঠি সোটা নিয়ে মারতে আসে। তারা অন্য ভোগ দখলীয় জমিতেও কাজ করতে বাধা প্রদান করছে। এ ঘটনায় ওইদিনই তেতুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন আনোয়ার হোসেন। থানা থেকে একজন সাব ইন্সপেক্টর ঘটনাস্থল পরিদর্শন করে ঘর নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন। কিন্তু পুলিশের নির্দেশনা না মেনে ৩০ মার্চ বিকেলে আবার তারা আবারও ঘর নির্মাণের কাজ শুরু করেন।
আনোয়ার হোসেন বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ওই জমিতে আমি শুস্ক মৌসূমে শাক-সবজির আবাদ করে আসছি। আমার প্রতিবেশি রাতের আধারে ওই জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করেছে। আমরা বাধা দিলে তারা আমাদের মারার জন্য তেড়ে আসছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেখানে না গিয়ে থানায় অভিযোগ করেছি। তারা রাতের আধারে আমাদের ঘরের ওপর ঢিল মারছে। অন্য জমিতেও আমাদের নামতে দিচ্ছে না।
এ ব্যাপারে তেতুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাহিরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থানা থেকে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছিল। পরবর্তিতে তারা আবারও কাজ শুরু করেছে। বিষয়টি যেহেতু জমি নিয়ে তাই আমরা তাদের আদালতে মামলা করার পরামর্শ দিয়েছি।

পঞ্চগড় প্রতিনিধি