শাজাহানপুর মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে সুধী সমাবেশ ও পিকনিক
বগুড়ার শাজাহানপুর উপজেলা মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সুধী সমাবেশ ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) কলেজ প্রাঙ্গণে সমাবেশ ও পিকনিক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবু নাসার উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান,উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান,প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাফি,মুক্তিযোদ্ধা সোলাইমান আলী,মুক্তিযোদ্ধা রাজিবুল মাস্টার,মুক্তিযোদ্ধা এ.এম মুসা,মঞ্জুরুল ইসলাম সহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি