বগুড়ায় দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
বগুড়ায় ফয়জুল উলুম দাখিল মাদরাসায় ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের চকলোকমান মাদরাসার অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
মাদরাসার সভাপতি সৈয়দ ওয়াসিম আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে। তাদের পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ দেয়া উচিত না। অতিরিক্ত চাপে লেখাপড়া নিয়ে শিশুদের মধ্যে যেন ভীতি তৈরি না হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে হবে।
অনেক সময় আমরা দেখি প্রতিযোগিতাটা শিশুদের মধ্যে না হলেও বাবা-মায়েদের মধ্যে একটু বেশি হয়ে যায়। এটাও কিন্তু একটা অসুস্থ প্রতিযোগিতা বলে আমি মনে করি। তাই শিক্ষা হতে হবে আনন্দের মাধ্যমে প্রতিযোগিতা নয়।
তিনি আরো বলেন, মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর উন্নয়নশীল সোনার বাংলা গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও ভালো করতে হবে। তরুণ ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
আরো বক্তব্য রাখেন মাদরাসার সুপার আব্দুল মান্নান, সহ-সভাপতি সাব্বির আলী শেখ, সরফরাজ আলম, তাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সৈয়দ মেরাজ আহমেদসহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মাও: হামদুল্লাহ। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি