শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
বগুড়ার শিবগঞ্জে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংবর্ধনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার শহিদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ৩৭-বগুড়া শিবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক এরফান আলী, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব হুসাইন শরীফ সঞ্চয়। বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম ফকির, থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেলাল, সন্তোষ কুমার, আফজাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানের, উপজেলা সমাজ সেবাক সামিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মোত্তালেব হোসেন, আবু জাফর, প্রধান শিক্ষক হাবিবুল আলম, তাজুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান ফজলু প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ