গাবতলী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
গাবতলী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষকলীগের আহবায়ক আলহাজ্ব হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা। উপজেলার যুগ্ন আহবায়ক ফোরকান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাংগাঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের মৎস ও প্রাণী বিষয়ক সম্পাদক সামছুদ্দিন আল আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন। বরেণ্য অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, সাধারন সম্পাদক এ আই ফয়সাল খান জনি, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক শ্যামল পাইকার। প্রধান বক্তা ছিলেন জেলার সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ বক্তা ছিলেন জেলার ত্রাণ বিষয়ক সম্পাদক বকুল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি আনোয়ার পারভেজ বাবু, আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ন সম্পাদক বাদল রহমান, শাহীন কাদির জোয়ারদার, সাংগাঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, আরিফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মাহমুদ খান ডন, কৃষি ঋণ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, ফলজ বিষয়ক সম্পাদক বকুল আহম্মেদ, জেলার সদস্য বজলুর রহমান বকুল ও মুকুল ইসলাম প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে হযরত আলী কে সভাপতি এবং শাহীনুর রহমান কে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট গাবতলী উপজেলা কৃষকলীগের কমিটি অনুমোদন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি