বগুড়ায় এসপিজিআরসির নয়া কমিটির অভিষেক ও পরিচিতি সভা
শুক্রবার বিকেলে বগুড়া শহরের লতিফপুর কলোনী ফয়জুল উলুম দাখিল মাদরাসা হল রুমে এসপিজিআরসি বগুড়া জেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসপিজিআরসি বগুড়ার কার্যকরী সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে নব নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের উদ্বোধক ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান লায়ন্স ক্লাব অব বগুড়া মহাস্থানের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌর কাউন্সিলর এনামুল হক সুমন, এসপিজিআরসি কেন্দ্রীয় বার্তা সম্পাদক ইকবাল হোসেন, বিশিষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এএইচএম আখতারুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এসএম শাহজাহান, চকলোকমান জামে মসজিদ কমিটির সভাপতি জিন্নাতুল ইসলাম লাল্টু, সাধারণ সম্পাদক এ্যাড রেজাউর রহমান মিন্টু, কলোনী মক্কী জামে মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।
এসপিজিআরসি বগুড়ার সাধারণ শাহাদৎ হোসেন সুজন ও সাংগঠনিক সম্পাদক ওয়াসি আহম্মেদ চুন্নুর আমন্ত্রণে অনুষ্ঠানে এসপিজিআরসি বগুড়ার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিদের ব্যাচ, ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথি এম শওকত আলী তার বক্তব্যে বগুড়া জেলার সকল উর্দু ভাষাভাসি, বিহারী ও এসপিজিআরসি'র সদস্যদের ঐক্যবদ্ধ হতে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধক লায়ন আতিকুর রহমান মিঠু এসপিজিআরসি বগুড়া জেলা শাখার নব নির্বাচিত ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিকে শপথ বাক্য পাঠ করান। নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর এসপিজিআরসি বগুড়া জেলা শাখার দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সদস্য ৭৫ জন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি