সামাজিক উন্নয়নে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেলো লাখিন
করোনাকালীন সময়ে গরীব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, স্বাস্থ্য সেবার জন্য বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড ক্যাম্পেইন, পথ শিশুদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ, যুবসমাজে সুস্থ বিনোদন চর্চা, ক্রীড়াঙ্গনে উৎসাহ ও ক্রীড়া সামগ্রী বিতরণ, কিশোর-কিশোরীদের মানোন্নয়নে সামাজিক কাজকর্মে উৎসাহিত করার লক্ষ্যে স্কুল-কলেজে ক্যাম্পেইন, নারীর উদ্বুদ্ধ ও উদ্যোক্তা সৃষ্টি করন, বেকারত্ব দূরীকরণের উদ্দেশ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা এবং শহরের বিভিন্ন ওয়ার্ডে স্থায়ীভাবে অবৈতনিক সবুজ স্বপ্ন শিক্ষালয় স্থাপন করে সামাজিক উন্নয়নে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেলো অনুষ্ঠানের বিশেষ অতিথি সবুজ স্বপ্ন ফাউন্ডেশন ও ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান লায়ন খায়রুল আলম লাখিন।
বৃহস্পতিবার শহরের সেউজগাড়ী মৌমাছি খেলাঘরের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি অধিনায়ক র্যাব-৪ ঢাকা মোজাম্মেল হক বিপিএম পিপিএম।
মৌমাছি খেলাঘরের সভাপতি ও দৈনিক করতোয়ার ক্রাইম রিপোর্টার মাসুদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, বিশিষ্ট শিল্পপতি বাহার, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন তরুণ কুমার চক্রবর্তী, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ বুলবুল।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি