বগুড়ায় বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ প্রয়াত মৃণাল কান্তি সাহার স্মরণ সভা
বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ প্রয়াত মৃণাল কান্তি সাহা স্মরণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের আয়োজনে এক স্মরণ সভা উদীচী জেলা কার্যালয়ে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উদীচী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শ্রদ্ধেয় মৃণাল কান্তি সাহা একজন বিশ্বপ্রকৃতি কার্যধারণ বিধির সার্বভৌমিকতা ন্যায় ও অন্যায়ের বিশুদ্ধ আদর্শ ধারণকারী একজন প্রগতিশীল ব্যাক্তিত্ব এবং দেশ বরেন্য রবীন্দ্র বিশেষজ্ঞ। এই মহান আলোকিত মানুষ আমৃত্যু বগুড়াবাসী তথা দেশের মানুষকে আলোকিত করেছেন মুক্তির আলোয়। এই অসাম্প্রদায়িক, মুক্তমনা মানুষটি সকলের মনোদৃষ্টি সম্প্রসারণের সারথি ছিলেন। প্রজ্ঞায়, সাহিত্যে, সংস্কৃতিতে বাংলা ভাষার রীতির সুনৈপুন্যে স্বপ্ন পারাবারের অভিমুখে জ্ঞানের মশাল জ্বালিয়েছেন এই সঙ্গীতসাধক ও কন্ঠযোদ্ধা। এই সৃষ্টিশীল সব্যসাচী লেখক ও কিংবদন্তী সঙ্গীত বিশেষজ্ঞ লোকান্তরিত হওয়ায় দেশের বুক থেকে খসে পড়েছে এক প্রজ্ঞার ধ্রুবতারা। তাঁর প্রয়ানে বগুড়াবাসী তাঁকে স্মরণ করছে পরম শ্রদ্ধায়।
উদীচী জেলা সাধারণ সম্পাদক শাহীদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বক্তব্য রাখেন উদীচীর সাবেক সভাপতি চৌধুরী ফিজু, সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না, কবি ও প্রাবন্ধিক মতিয়ার রহমান, কথা সাহিত্যিক শোয়েব শাহরিয়ার, শিক্ষাবিদ কথা সাহিত্যিক সাজাহান সাকিদার, ছড়াকার বীর মুক্তিযোদ্ধা নজমল হক খান, প্রয়াত মৃণাল কান্তি সাহার ছোট ভাই এটিএন নিউজের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা, রবীন্দসঙ্গীত সম্মিলন পরিষদ, বগুড়া শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, বগুড়া উদীচী’র জেলা কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ফিরোজ হামিদ খান রেজভী, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, কবি শিবলী মোক্তাদির প্রমুখ। স্মরণ সভায় সঙ্গীত পরিবেশন করেন, ফওজিয়া পুতুল, শীলা পারভীন, কামরুন মুনিরা ডালিয়া ও শ্রেয়া ঘোষ। সবশেষে মৃণাল কান্তি স্মরণে একটি ‘শোকগুচ্ছ’ বই তাঁর ছোট ভাই চপল সাহা’র কাছে হস্তান্তর করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না।

ষ্টাফ রিপোর্টার