শিবগঞ্জে আমতলি-মহাস্থান আঞ্চলিক মহা সড়কের সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সড়ক ও জনপদ প্রকৌশলী অধিদপ্তরের আওতায় আমতলি-মহাস্থান আঞ্চলিক মহা সড়কের সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এতে করে এলাকার পথচারী ও যানবাহনের দীর্ঘদিনের কষ্ট লাঘব।
শুক্রবার নির্মাণ কাজ চলাকালীন সময় নির্মাণ কাজের দায়িত্ব প্রাপ্ত সহকারী প্রকৌশলী এসএম শামীম জানান
মোকামতলা-জয়পুরহাট সংযোগ সড়কের আমতলী থেকে মহাস্থান সড়কে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা ব্যয়ে ৮শত ৯৫ মিটার সংস্কার কাজ প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যায় ক্রমে আমতলী মহাস্থান সড়কের ৯ কিঃ মিঃ এর মধ্যে পর্যায় ক্রমে সকল অংশে সংস্কার কাজ সম্পন্ন করা হবে। সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার কাজটি পরিচালনা করছেন মেসার্স আরবিয়া অবন্তী ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মশফিকুর রহমান টিপু। নির্মাণ কাজের এলাকা ম্যানেজার মাসুদ জানান, সরকারি দরপত্র অনুযায়ী নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ