শিবগঞ্জে গৃহ নির্মাণ শ্রমিককে হত্যা
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার সুলতানপুর নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের এর পুত্র গৃহ নির্মাণ শ্রমিক আবু বক্কর সিদ্দিক (৪৫) কে হত্যা করেছে দূর্বৃত্তরা।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় কাজের উদ্দেশ্যে গৃহ নির্মাণ শ্রমিক আবু বক্কর সিদ্দিক (৪৫) বাড়ি থেকে বের হয়। এর সে রাত পর্যন্ত বাড়িতে না ফেরার পরিবার লোকজন খোঁজখবর নিতে থাকে। এক পর্যায়ে মুঠোফোনে খবর আসে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ওই শ্রমিক মৃত অবস্থায় কে বা কাহারা চিকিৎসার জন্য রেখে সু-কৌশলে পালিয়ে যায়। ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে শুক্রবার বাদ আছর মরহুমের নামাজে জানা শেষে তার গ্রামের বাড়ী সুলতানপুর পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিলো। এ বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করে তার স্বজনরা। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন, যেহেতু ঘটনাটি বগুড়া সদর থানা এলাকায় এ ব্যাপারে সদর থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি