পঞ্চগড়ে তথ্য গোপন করে খাস খতিয়ানভুক্ত ৬৮ বিঘা জমি বিক্রি
পঞ্চগড় জেলার সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের প্রধানপাড়া এলাকার ফজলুল করিম ও লায়লা বেগম পরিবারের বিরুদ্ধে খাস খতিয়ানভূক্ত ২২.৫১ একর জমি দখলে রেখে বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ ল্যান্ড হোল্ডিং (লিমিটেশন)-১৯৭২ এর প্রেসিডেন্সি আদেশ (৯৮/১৯৭২) উপেক্ষা করে পরিবারপ্রতি সর্বোচ্চ সীমা ১০০ বিঘার অতিরিক্ত এই জমির তথ্য গোপন রেখে বিক্রয় করছে তারা। সরকারি এই জমি খাস খতিয়ানভুক্ত না করে কৌশলের আশ্রয় নিয়ে সেটেলমেন্ট ও ভুমি অফিসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বর্তমানে এসব জমি বিক্রি করা হচ্ছে।এসব জমি সরকারের খাস খতিয়ানভুক্ত করে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কাজ করা সম্ভব বলে দাবি করেছেন অংশীজনরা।
পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকার বাসিন্দা মো. আবুল কাশেম প্রধান রাজু জানান হয়, পঞ্চগড় জেলার মাগুড়া ও সাতমেরা ইউনিয়নের প্রধানপাড়া, মাগুরা ও বাঁশবাড়ী মৌজার ৪৯, ৬৬, ৬৭, ১৩৬, ৩২৮, ৬২৯ ও ৮৫৮ খতিয়ানভুক্ত ২২ দশমিক ৫১ একর জমির অবস্থান। তৎকালীন সরকারের কাছে ফজলুল করিম ও লায়লা বেগম পরিবার এসব খতিয়ানের যেসব দাগে ৩২ দশমিক ৫১ একর জমি নিজ নামে রির্টাণ দাখিল করেছেন। ওই একই খতিয়ানের একাধিক দাগে তাদের আরও ২২ দশমিক ৫১ একর জমি সরকারের কাছে গোপন করেছেন। যা সরকারের খাস খতিয়ানে অর্ন্তভুক্ত থাকার কথা ছিল। সে সময় ওই পরিবার সরকারের কাছে তথ্য গোপন করেছিলেন। আর বর্তমানে সরকারি এসব জমি ফজলুল হক ও লায়লা বেগমের উত্তরসুরী লতিফুল কবির প্রধান, শাহনেওয়াজ কবির প্রধান, ফরিদুল কবির প্রধান, গুলশানারা আলম বিক্রি করছেন। সেসময় রাজস্ব কর্মকর্তা ও বর্তমান সেটেলম্যান্ট এবং ভূমি অফিসের কর্মকর্তাদের অবহেলায় সরকারের কয়েক কোটি টাকার খাস জমি বেহাত হয়ে গেছে। বর্তমানে ভুমিখেকোরা জাল কাগজপত্র তৈরি করে সরকারের কোটি কোটি টাকার এসব জমি বিক্রি অব্যাহত রেখেছে
এ বিষয়ে ফজলুল হক ও লায়লা বেগমের উত্তরসুরী লতিফুল কবির প্রধান, শাহনেওয়াজ কবির প্রধান, ফরিদুল কবির প্রধান, গুলশানারা আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, উত্তরসুরী হিসেবে এসব জমির মালিক আমরা। কাগজপত্র অনুযায়ী আমাদের অংশের জমি আমরা বিক্রি করছি।
জমিগুলো সরকারের নিশ্চিত করে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় জানান, এই জমিগুলোর অনেক হাতবদল হয়েছে। এই কারণে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করেছি। কেন জমিগুলো খাস খতিয়ানে অন্তভুক্ত করা হয়নি এমন প্রশ্ন করলে তিনি তৎকালীন রাজস্ব কর্মকর্তা, ভুমি অফিসের কর্মকর্তাদের ব্যর্থতা বলে জানান।

পঞ্চগড় প্রতিনিধি