বগুড়ায় পিডিপি’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) এর আয়োজনে শনিবার বিকেলে সংস্থার প্রকল্প কার্যালয়ে বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সভা পরবর্তী সংস্থার পক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, সম্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
পিডিপি বগুড়ার নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক শফিকুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় বগুড়ার সহকারী পরিচালক আতাউর রহমান। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা সমাজসেবা অফিসার নাঈম হোসেন, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু এবং সাংবাদিক ও যুব সংগঠক সঞ্জু রায়। রবিউল ফারুকের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারী, কড়িতলা এস.এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান মামুনুর রশিদ, শহীদ কামরুজ্জামান বীর বিক্রম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম রনি এবং জোড়গাছা ফাযিল ডিগ্রী মাদ্রাসার সাবেক শিক্ষক মোস্তাফিজুর রহমান।
সচেতনতামূলক এই আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ কে লাল কার্ড দেখাতে হবে। নিজেদের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে আর এজন্য অভিভাবকদের আরো দায়িত্বশীল হতে হবে। বক্তারা আরো বলেন, শিক্ষার্থীদের মিথ্যা, মাদক ও মুখস্থ এই তিনটি বিষয়কে সর্বদা পরিহার করতে হবে। পাঠ্যপুস্তকের গতানুগতিক পড়াশোনার পাশাপাশি সমসাময়িক সকল বিষয়ে জ্ঞান রাখতে হবে এবং প্রযুক্তিগত কাজে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। সভায় তৃণমূল পর্যায়ে পিডিপি’র সচেতনতামূলক ইতিবাচক নানামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন অতিথিবৃন্দরা।
আলোচনা সভা পরবর্তী অনুষ্ঠানে সর্বশেষ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, শুভেচ্ছা ক্রেস্ট এবং নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন পিডিপি’র চেয়ারম্যান একেএম জাকির হোসেন, কোষাধ্যক্ষ আশাদুল হক, প্রকল্প কার্যালয়ের ব্যবস্থাপক আরাফাত হোসেনসহ শিক্ষার্থী, অভিভাবক, পিডিপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার সুধীজন।

ষ্টাফ রিপোর্টার