বগুড়ায় জননীতিতে তরুণদের অংশগ্রহণ নিয়ে প্রশিক্ষণ পেলেন ২৫ তরুণ-তরুণী
বগুড়ায় ইন্সটিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) ও ইয়ুথ ফর পলিসির আয়োজনে জননীতি বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত হয়েছে।
২৫ জন তরুণ ও তরুণীদের নিয়ে শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরে রোচাস রেস্টুরেন্টে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় ইয়ুথ ফর পলিসির ২৫ জন সদস্যকে জননীতির মৌলিক বিষয়বস্তুগুলো সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি তরুণ-তরুণীরা সরকারের জননীতিতে কীভাবে তাদের অংশগ্রহণ বাড়াবে সেই সম্পর্কেও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়।
ইয়ুথ ফর পলিসি থেকে এই প্রশিক্ষণটি একই সাথে ১০ টি জেলায় অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোট ১৩০ জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের দ্বিতীয় ধাপে অনলাইনে "জননীতি ১০১" নামে ১০ টি মডিউল-এর একটি কোর্স সম্পন্ন করতে হবে যেখানে তরুণদের শেখানো হবে জননীতিতে কেন তাদের ভূমিকা জরুরি এবং কীভাবে তারা জননীতি নির্ধারণ ও বাস্তবায়নের বিভিন্ন ধাপে কাজ করতে পারে।
আইআইডি ও ইয়ুথ ফর পলিসির প্রশিক্ষণে, ইন্ডিপেন্ডেন্ট টিভির উত্তরাঞ্চলীয় প্রধাণ হাসিবুর রহমান বিলু,পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া সাবেক পরিচালক ড.একে এম জাকারিয়া, ইয়ুথ ফর পলিসির প্রধান ফাল্গুনী রেজা, নারী উদ্যােক্তা তাহমিহা পারভীন শ্যামলি ও রাজাবাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ উপস্থিত ছিলেন।
এ সময় ইয়ুথ ফর পলিসির বগুড়া জেলার সমন্বয়ক মিজানুর রহমান এবং সদস্য ইয়ামিতুল হাসান ইয়াম প্রশিক্ষণটি পরিচালনা করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি