বগুড়া প্রেসক্লাবের ইফতার মাহফিল আগামী ১৩ এপ্রিল
আজ ৫ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্ত্বি করেন, প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন।
ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ কমলেশ মহন্ত সানু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ ঠান্ডা, জেএম রউফ, ফরহাদুজ্জামান শাহী, চপল সাহা ও নাজমুল হুদা নাসিম প্রমুখ।
সভায় আগামী ১৩ এপ্রিল ২০২২ইং ১১ রমজান রোজ বুধবার বগুড়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া প্রেসক্লাবের ভবন নির্মাণের অগ্রগতি ও বেশ কিছু সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া একনেক সভায় বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন দ্বিতীয় পর্যায় প্রকল্পে ১ হাজার ৪০০ কোটি টাকা পাশ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

প্রেস বিজ্ঞপ্তি