শিবগঞ্জে ক্রীড়া দিবস পালন
“সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তারক নাথ কুন্ডু, প্রকল্প বাস্তবায় কর্মকর্তা জিন্দার আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, সমবায় কর্মকর্তা রাজিয়া সুলতানা প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি