বগুড়ায় বাংলাদেশ এক্সটা মোহরার (নকলনবীশ) এসোসিয়েশন সদর শাখার নির্বাচন সম্পন্ন
বগুড়ায় বাংলাদেশ এক্সটা মোহরার (নকলনবীশ) এসোসিয়েশন সদর শাখার দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে হাসান মাহমুদ ও আতাউর রহমান সভাপতি এবং আতিকুর রহমান শুভ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার শহরের এসপি ব্রীজ সংলগ্ন সদর রেজিষ্ট্রি অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুুর ২টা পর্যন্ত ভোট গ্রহন চলে। সংগঠনের মোট ভোটার সংখ্যা ১২৬ জন। এর মধ্যে ১২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন-সভাপতি পদে হাসান মাহমুদ (মোটর সাইকেল প্রতীকে) ৫৭ ভোট ও আতাউর রহমান (চেয়ার প্রতীকে) ৫৭ ভোট পেয়ে দুজনই নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহমুদা (ছাতা প্রতীকে) পেয়েছেন ৬ ভোট। সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান (রিক্সা প্রতীকে) ৬৬ ভোট পেয়ে নির্বাচিন হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আতিকুল ইসলাম (ঘোড়া প্রতীকে) পেয়েছেন ৫২ ভোট ও আমিনুর রশিদ (মোড়গ প্রতীকে) পেয়েছেন ৬ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন খান (দোয়াত কলাম প্রতীকে) ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাফিনুর রহমান (তালা প্রতীকে) ৫৪ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. ওমর আলী (বই প্রতীকে) ৭৭ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিল্লাত হোসেন (ফুটবল প্রতীকে) ৪৫ ভোট পেয়েছেন। মহিলা সম্পাদিকা পদে মোছা. শামীমা আক্তার (দোয়েল পাখি প্রতীকে) ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী রোকাইয়া (গোলাপ ফুল প্রতীকে) ৫৩ ভোট পেয়েছেন। সদস্য পদে হেলালুজ্জামান (কলম প্রতীকে) ৬৩ ভোট ও রফিকুল ইসলাম (আম প্রতীকে) ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় উপস্থিত ছিলেন সদস্য সঞ্জয় কুমার, নজরুল ইসলাম-২, নজরুল ইসলাম-৩, ওহিদুল ইসলাম, আব্দুল হামিদ, শফিকুল ইসলাম, উম্মে ওমেরা, শিমু প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি