বগুড়ার শেরপুর হাইওয়ে মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি করতে দেওয়া হবে না
বগুড়ার শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম বানিউল আনাম বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঢাকা-বগুড়া মহাসড়কের নিচুতলা থেকে বগুড়া বাজার পযন্ত বিভিন্ন স্থানে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে গাড়ি চালক,উপস্থিত জনসাধারণ ও সুধীজনের সাথে মতবিনিময় সচেতনা করেছন।
এসময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কে কেউ কোন প্রকার চাঁদাবাজি করতে পারবে না এবং কোন কারণ ছাড়া হাইওয়ে পুলিশ কোন গাড়িকেই সিগন্যাল দিবে না।মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে এবং সকল প্রকার অরাজকতা রোধে শেরপুর হাইওয়ে পুলিশ বদ্ধ পরিকর। মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি বন্ধ, এবং সড়ক দুর্ঘটনা রোধ করতে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি।কোন সংগঠন সংস্থা বা হাইওয়ে থানা পুলিশের কোন সদস্য কিংবা কোন ব্যক্তি হাইওয়ে থানা পুলিশ পরিচয়ে কোন যানবাহন অথবা রিকসা থেকে চাঁদা তুললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।
হাইওয়েতে চাঁদাবজি বন্ধের বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম সাংবাদিকদের জানান,পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফখরুল ইসলাম জুম মিটিং করে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এই নির্দেশনা যথাযত ভাবে ঢাকা বগুড়া মহাসড়কে বাস্তবায়ন করা হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ