পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পঞ্চগড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে সিভিল সার্জন ডা. রফিকুল হাসানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম। সভায় স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি