শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে ছুরিকাঘাতের ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি ও বিধি বহির্ভুত ভাবে নির্বাচন বিহিন গোপনে গঠিত ম্যানেজিং কমিটির কার্যক্রম বাতিল এবং প্রিজাইডিং অফিসার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারনের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন চোপীনগর ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি রেজাউল করিম মহব্বত, ফিরোজ মাস্টার, মোখলেছার রহমান, মকবুল হোসেন, কাওসার হোসেন, বাবু, বাবলু, মাসুদ, ডালিম, আল আমিন, পাশা, কাইয়ুম প্রমুখ।
মানববন্ধন থেকে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুঞ্জুরুল হকের অপসারণ দাবি করা হয়।
উল্লেখ্য, উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহ্নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন চোপীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মন্তেজার রহমান।এ ঘটনায় রক্তমাখা ছুরিসহ মানিকুর রহমান ও তার ছেলে জীবন কে গ্রেফতার করে থানা পুলিশ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ