রিপ্রেজেন্টদের দখলে হিলি হাসপাতাল, অতিষ্ঠ রোগীরা
দিনাজপুরের হিলি হাসপাতালে বেড়েয় চলছে বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টদের বেপরোয়া চলাফেরা। হাসপাতালের ডাক্তারের চেম্বার সহ বিভিন্ন স্থানে রোগীদের প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করাই তাদের কাজ। অতিষ্ঠ রোগী ও তাদের সাথে থাকা স্বজনরা। রিপ্রেজেন্টদের সময় এবং স্থান বেঁধে দেওয়া হয়েছে, জরুরি বিভাগ সহ কয়েকটি জায়গায় তারা যেতে পারবে না, বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার (০৮ এপ্রিল) সকালে হিলি হাসপতাল ঘুরে দেখা যায়, জরুরি বিভাগ ছাড়া বন্ধ রয়েছে হাসপাতালের অন্যান্য বিভাগ। আজ সরকারি সাপ্তাহিক ছুটির দিন, বন্ধ আছে বহির্বিভাগ। জরুরি বিভাগ থেকে ঔষধ আনতে প্রেসক্রিপশন হাতে ছুটে চলছে রোগীর স্বজনরা। জরুরি বিভাগেয় তাদের হাত থেকে প্রেসক্রিপশন ছিনিয়ে নিচ্ছে দাঁড়িয়ে থাকা রিপ্রেজেন্টরা।
দেশের বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টদের প্রতিদিন সকাল থেকে শুরু হয় হাসপাতালে তাদের অযথা বিচরণ। রোগীদের হাত থেকে প্রেসক্রিপশন কেড়ে নিয়ে দলবদ্ধ হয়ে তা দেখা। আবার নিজ নিজ মোবাইল ফোনে তার ছবি তোলা। রোগীর দিকে তাকানোর সময় হাতে নেই এসব বেপরোয়া রিপ্রেজেন্টদের। এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছে হাসপাতালে আসা রোগীরা।
রহিমা খাতুন নামের একজন রোগীর স্বজন বলেন, রোগী সিরিয়াস ইঞ্জেকশন তাড়াতাড়ি বাহির থেকে আনতে হবে। কিন্তু জরুরি বিভাগের গেটে দাঁড়িয়ে থাকা প্যান্ট শার্ট পড়া বাবুরা প্রেসক্রিপশন কেড়ি নিয়ে সবাই দেখছেন আর ছবি তুলতিছে। এদিকে আমার রোগীর অবস্থা ভাল না।
আরও দুইজন প্রেসক্রিপশন হাতে রোগীর স্বজনদের সাথে কথা হয়, তারা বলেন, এই লোকগুলো খুবি বিরক্ত করতিছে। ওদের কিসের কাজ এখানে। কাগজ দেখে কি করবে? আমরা ডাক্তার দেখাচ্ছি। ঔষধ নিতে যাবো, রোগী কষ্ট পাচ্ছে, আর এরা প্রেসক্রিপশন কাড়াকাড়ি নিয়ে ব্যস্ত।
এবিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাস বলেন, গত তিন দিন আগে আমি বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টদের নিয়ে মিটিং করেছি। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতাল চলাকালীন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বহির্বিভাগে প্রবেশ করতে পারবে না। এছাড়াও জরুরি বিভাগে কখনই তারা যাবে না। আমি সময় এবং স্থানের তালিকা দেওয়ালে ঝুলিয়ে দিয়েছি। আমি বিষয়টি আবারও দেখছি।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি