নীলফামারীর কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার
এক মাদ্রাসা ছাত্রীকে জোর করে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে আদর ইসলাম (১৮) নামে এক যুবককে আসামী করে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফরুয়াপাড়া গ্রামে।
সুত্র জানায়- বাড়ির পার্শ্বে চাচার বাড়িতে ইফতার করে মঙ্গলবার সন্ধায় ওই মাদ্রাসা ছাত্রীটি নিজ বাড়িতে ফিরছিল। এ সময় একই গ্রামের যুবক আদর ইসলাম (১৮) তার মুখ চেপে ধরে পাশের ভুট্টা ক্ষেতে জোর পূর্বক নিয়ে যায়। ছাত্রীটির পড়নের ওড়না দিয়ে মুখ বেঁধে তাকে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করে। এক মূহুর্তে ছাত্রীটির আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায় এবং ওই ছাত্রীটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত ধর্ষক নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর ফরুয়াপাড়া গ্রামের নূর আলমের ছেলে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়। তিনি আরও জানান- আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি