চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় পিতা-পুত্রের মৃত্যু
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। এতে আরও দুইজন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (৯ এপ্রিল) সকাল সোয়া ১১ টার দিকে বন্দরটিলা প্রধান সড়কে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যাক্ষদর্শী আব্দুল্লাহ আল মানুন জানান, পিতা-পুত্র এক রিকশায় ছিল। পাশাপাশি ছিল কাভার্ডভ্যানটি। রাস্তা খারাপ হওয়ায় ঝাঁকি খেয়ে রিকশা থেকে তারা পড়েন যান। পরে কাভার্ডভ্যানের পেছনের চাকায় পিতা-পুত্র দুজনেন মাথায় পিষ্ট হয়। এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ‘এখন পর্যন্ত আমরা হতাহতের নাম পরিচয় পরিচয় পাইনি। ঘটনা কী হয়েছিলো সেটাও পুরোপুরি জানতে পারিনি। ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় হতাহতদের চাপা দেয় কাভার্ড ভ্যানটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত হন আরো দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত দুজনের মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক ও অন্যজন শিশু। আমরা ধারণা করছি তারা বাবা ছেলে।’
গাড়টিকি আটক করা হয়েছে। ঘটনার পর উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় করায় ওই এলকায় কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিলো, তবে এখন তাদের সরিয়ে স্বাভাবিক করা হয়েছে বলে জানান তিনি।

অনলাইন ডেস্ক