শিবগঞ্জে শ্রেষ্ঠ এসআই নাজমুল হক নির্বাচিত
বগুড়া জেলা পুলিশ লাইন্স অডিটরিয়ামে ৭ এপ্রিল মাসিক কল্যাণ সভায় শিবগঞ্জ থানার এস.আই নাজমুল হক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী হিসাবে নির্বাচিত হওয়ায় তাকে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সম্মননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম।
এব্যাপারে এস.আই নাজমুল হক বলেন, পুলিশের মাসিক কল্যাণ সভায় আমাকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী হিসাবে শ্রেষ্ঠ এস.আই হিসাবে নির্বাচিত করায় জেলা পুলিশ মহোদয় সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, থানা পুলিশ কর্মকর্তা সহ সকলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। সেই সাথে আমি যাতে আগামীকে আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি সে জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ