বগুড়ায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল
বগুড়ায় বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ৩ টার দিকে শহরের একটি রেস্টুরেন্টে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এতে জেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন সভাপতি শামীম ইকবালের সভাপতিত্বে ও সাধারণসম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাভেদ আখতার,হেমায়েত আলী শাহ,শহীদ জিয়াউররহমান মেডিকেলকলেজ অর্থোপেডিক সার্জন ডাঃ আরিফুর রহমান তালুকদার।
এসময় কেন্দ্রীয় উপজেলা শিক্ষা অফিসার কল্যাণ সমিতির মহাসচিব কামরুল হাসান,নন্দীগ্রাম উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সমিতি কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার শাহ ইলিয়াস উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রবিউল ইসলাম সহ বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসার,সহকারী অফিসার,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল করা হয়েছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ