বগুড়ায় কিশোর-কিশোরীদের মানসিক বিকাশ নিয়ে রোপের সেমিনার
বগুড়ায় কিশোর-কিশোরীদের মানসিক বিকাশে শিক্ষকদের ভূমিকা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের শেরপুর সড়কে রোচাস রেস্টুরেন্টের হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রেসকিউ আওয়ার পিপল এভার (রোপ) এই ব্যতিক্রমী আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাওছার রহমান। অনুষ্ঠানে কী নোট স্পিকার ছিলেন বগুড়া সদরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।
রোপের উপদেষ্টা মাসুদা ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রোপের নির্বাহী পরিচালক ও সাপ্তাহিক সূর্য্যতোরণ পত্রিকার সম্পাদক তাহমিনা পারভীন শ্যামলী, উন্নয়ন কর্মী আব্দুল আজিজসহ অনেকেই। ২ ঘণ্টাব্যাপী এই সেমিনারে চিকিৎসক, শিক্ষক, উন্নয়ন কর্মী, বগুড়ার আদর্শ কলেজ, স্কুল অব দা হলি কুরআন এর শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ষ্টাফ রিপোর্টার