আদমদীঘি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে হামিম বাবু সভাপতি ও রশিদুল ইসলাম রশিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার দুপুরে সান্তাহার আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মেলনের উদ্বোধক বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষক লীগ সংগঠনে জামাত-বিএনপির কোন ঠাই নেই। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে তাদের মুল্যায়ন করতে হবে। যারা দীর্ঘদিন ধরে জামাত-বিএনপির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতুত্বে সারা দেশে কৃষক লীগ একটি শক্তিশালী সংগঠনে পরিনত হচ্ছে।
আদমদীঘি উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সঞ্জয় কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের মৎস্য ও প্রাণি বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য কৃষিবিদ সামছুদ্দিন আল আজাদ, কেন্দ্রীয় কৃষক লীগের কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খাঁন রাজু, জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক মঞ্জু।
উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কুদরত-ই এলাহী কাজল, সহ-সভাপতি নাজমুল হুদা খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক নিসারুল হামিদ ফুটু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জাহিদুল বারি, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত নেতা শাহিন কাদির জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তুষার, আরিফুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত নেতা মাহমুদ খান ডন, কৃষি ও ফলজ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, বকুল মিয়া, সদস্য বজলার রহমান বকুল, আদমদীঘি উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে হামিম কে সভাপতি ও রশিদুল ইসলাম রশিদ কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট আদমদীঘি উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভপতি সঞ্জয় কুমার সরকার, ফজলুল হক মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী সুমন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ইব্রাহীম সম্রাট।

প্রেস বিজ্ঞপ্তি