পার্বতীপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করলেন জুনাইদ আহমেদ পলক
দিনাজপুরের পার্বতীপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। শনিবার (৯ মার্চ) বিকেলে পার্বতীপুরের বেলাইচন্ডী স্কুল অ্যান্ড কলেজে তিনি এই ল্যাবের উদ্বোধন করেন।
মাননীয় মন্ত্রীর দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শুভাগমনে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ,উপজেলা ছাত্রলীগ এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়াও বিভিন্ন স্তরের মানুষ তাঁকে শুভেচ্ছা জানান।
পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নে প্রতিষ্ঠিত বেলাইচন্ডি স্কুল এন্ড কলেজ এর শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম পি।
এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রমাণিক চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর,মোঃ আমজাদ হোসেন সাধারণ সম্পাদন উপজেলা আওয়ামীলীগ পার্বতীপুর,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনীন মোমিন সহ আরো অনেক।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধঃ