দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর ছোটভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ
বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর ছোটভাই বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন বেলাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থেকে শনিবার দুপুরে তিনি ঢাকার এক হাসপাতালে মারা যান।
তাঁর মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা প্রয়াত বেলালের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি