১২ দিন বন্ধের পর হিলি বন্দরে পেঁয়াজ আমদানি শুরু
১২ দিন বন্ধের পর ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত ২৯ মার্চ থেকে আমদানি কারকরা পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিলেন।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি জানান, পর্যাপ্ত পেঁয়াজ আমদানির কারণে বন্দরে অনেক ব্যবসায়ীর পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছিলো। এই কারণে গত ২৯ মার্চ থেকে আমদানি কারকরা পেঁয়াজ আমদানি বন্ধ রাখে। বর্তমান গুদামগুলোতে পেঁয়াজ মজুদ কমে গেছে। তাই দেশের বাজারে চাহিদা থাকায় আবারও পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা।
তিনি আরও বলেন, আসছে ঈদ, চলছে মাহে রমজান, পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই।

দিনাজপুর প্রতিনিধিঃ