বগুড়া নামাজগড় গোরস্থানের সভাপতি হেলাল
বগুড়া নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থানের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী স্মরণে শোকসভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থান টাওয়ারে এ সভা শেষে সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলালকে সর্বসম্মতিতে সভাপতি মনোনীত করা হয়েছে।
এর আগে মাছুদার রহমান হেলালের সভাপতিত্বে প্রয়াত সভাপতি হায়দার আলী স্মরণে শোক ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন রতন, সাইরুল ইসলাম, ইমরান হোসেন রিবন, শামসুল ইসলাম, রহিম বগ্রা, আমিনুল ফরিদ, নাজমুল হুদা নাসিম, মাসুদুর রহমান, মোস্তাফিজার রহমান বাবুল, গোলাম আজম টিকুল, মতিয়ার রহমান মতি প্রমুখ আলোচনায় অংশ নেন। মরহুম হায়দার আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন, শিক্ষক মাওলানা নজরুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলালকে নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি মনোনীত করা হয়। এছাড়া আঞ্জুমান টাওয়ারের হলরুম হায়দার আলীর নামে নামকরণ এবং তার ছেলে ইশতিয়াক হায়দার সঞ্চয়কে গোরস্থান পরিচালনা কমিটির সদস্য হিসেবে কোঅপ্ট করা হয়। নবনিযুক্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল বলেন, সকলের সহযোগিতায় স্বচ্ছতার সাথে গোরস্থানের উন্নয়নে কাজ করে যাবেন। তাকে সভাপতির দায়িত্ব প্রদান করায় সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বগুড়ার সর্ববৃহৎ এ গোরস্থানের উন্নয়নে দলমত নির্বিশেষ সমাজের সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।

প্রেস বিজ্ঞপ্তি