শাজাহানপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
বগুড়ার শাজাহানপুরে ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন (৬২) ও তার স্ত্রী, সন্তানের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীকে গ্রেপ্তার পূর্বক উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে শত শত শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া বারুনিঘাটা গ্রামে নিজ বসতবাড়ি দূর্বৃত্তের হামলার শিকার হন ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফজাল হোসেন (৬২) এবং তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয় পড়–য়া এক মেয়ে। ধারালো অস্ত্রের উপুর্যপুরি আঘাতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধিন রয়েছেন।
মানববন্ধনে আসা শিক্ষার্থীরা জানান, অবিলম্বে হামলাকারীকে সনাক্ত করে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তিতে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হামলার শিকার অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল হোসেন বাদী হয়ে এজাহার নামীয় ১ জনসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি