শিবগঞ্জে পুষ্টি মিশ্রণ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
বগুড়া শিবগঞ্জ উপজেলায় পুষ্টি মিশ্রণ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি’র সহায়তায় চালের গুড়ার সাথে ভিটামিন-এ, ভিটামিন-বি ১, ভিটামিন-বি১২, ফলিক এসিড, আয়রন, ও জিঙ্ক। এই ৬টি ভিটামিন ও খনিজ পদার্থ মিশিয়ে কৃত্রিম চাল উৎপাদন করে সাধারণ চালের সাথে মিশিয়ে তৈরি করা হচ্ছে পুষ্টি চাল।
বুধবার সকালে বেতগাড়ী মীরবাড়ী অটো রাইস মিলে সরকারি ডাব্লুএফপি ও এনআই অনুমোদিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতাঁয় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা অটো রাইস মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল হক দুদু।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল বাসার, অত্র প্রতিষ্ঠানের কর্নধার মীর শাহে আলম, খাদ্য পরিদর্শক মমতাজ বেগম, খাদ্য পরিদর্শক জামুরহাট খাদ্য গুদাম রুবেল হাসান, বিশিষ্ট ব্যবসায়ি সামছুল মোল্লা, মীর মাকু প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ