পহেলা বৈশাখ উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি
১৪২৯ বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারত সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ'কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় হিলি সীমান্তের শূণ্যরেখায় ভারত সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ'কে বাংলাদেশ সীমান্ত রক্ষিবাহিনী বিজিবি মিষ্টি উপহার দেন। ভারতহিলি ক্যাম্পের বিএসএফ'র চেকপোস্ট কমান্ডার এএসআই বাল কিষাণ এর হাতে পাঁচ প্যাকেট মিষ্টি তুলে দেন বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান।
এসময় সিপি ক্যাম্পের নায়েব সুবেদার হেলাল উদ্দিন সহ বিজিবি সদস্যরা এবং ভারত সীমান্ত রক্ষিবাহিনী বিএসএফ'র সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান বলেন, দুই দেশের সীমান্ত রক্ষিবাহিনী সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষে আমরা প্রতিটি দিবসে তাদের মিষ্টি উপহার দিয়ে থাকি। আজকেও পহেলা বৈশাখ উপলক্ষে তাদের পাঁচ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করলাম।

দিনাজপুর প্রতিনিধি