বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের বাংলা নববর্ষ পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন পাবলিক স্কুল এন্ড কলেজ বৃহস্পতিবার যথাযথ মর্যাদায় বাংলা নববর্ষ উৎসব পালন করে।
এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া ওয়াইএমসিএ এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ও বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন দিনের বিদায়ী সূর্যের কাছে জীর্ণ আর পুরাতনকে ঝেড়ে ফেলে গ্লানি মুছে নতুন দিনের নতুন সম্ভাবনার আহ্বান জানিয়ে শুরু হবে বাঙালির নতুন বছর। ধর্ম, বর্ণ, গোত্র, ধনী-গরীবের ভেদাভেদ থাকলেও বাংলা ভাষাভাষির মাঝে কোন ভেদাভেদ নেই। আমরা বাঙালি, জাতিসত্বা বাঙালি, বাঙালি আনা আমাদের ঐতিহ্য। এটিই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমাদের রক্তে মিশে আছে বাঙালির বীজ, মননে রয়েছে বাঙালির পরিচয়। অতীতের ভুলভ্রান্তি শোধরানোর পাশাপাশি সকল ধরনের ব্যর্থতা, গ্লানি মুছে ফেলে দিয়ে ১৪২৯ বরণ করতে চাই। একদিনের বাঙালি হতে চাই না, বাঙালিত্ব জীবদ্দশায় ধরে রাখতে চাই। এ নববর্ষই হোক জীবন পরিবর্তনের দিন, মানুষ মানুষকে ভালোবাসার দিন, মনের সংকীর্ণতা দুর হওয়ার দিন, ঐতিহ্য ও প্রীতির বন্ধনটা ঠিক রাখার দিন, দেশকে ভালোবাসা ও দেশ উন্নয়নে নতুনভাবে জীবনকে পরিচালিত করার দিন।
তিনি আরো বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির জন্য আনন্দ ও উৎসবের দিন। সার্বজনিন বাঙালি জাতির জন্যই মূলত বাংলা নববর্ষ। মোঘল সাম্রাজ্যের আমলে সৌর পুঞ্জিকা অনুযায়ী কৃষক সমাজের বিড়ম্বনাকে দূর করার জন্যই সম্রাট আকবর এ বাংলা নববর্ষের সূচনা করেন। অতীতের গ্লানি ভুলে গিয়ে অর্থাৎ অতীত হতে শিক্ষা নিয়ে বাংলা নববর্ষের মাধ্যমে আমাদের জীবনমানকে এগিয়ে নিতে হবে। গ্রামীণ জনপথ, গ্রামীণ সমাজ ব্যবস্থা বাংলা নববর্ষ দ্বারা প্রভাবিত। গ্রামীণ সমাজ ব্যবস্থা, বাণিজ্য, অর্থনীতি, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য পরিচালিত হয় বাংলা নববর্ষ দ্বারা। আমাদের নিজস্ব ভাষা, নিজস্ব দেশ ও নিজস্ব বর্ষ পুঞ্জিকা রয়েছে। এ জন্য বাঙালি হিসেবে আমি নিজে গর্ববোধ করি। বাংলা নববর্ষে এ শপথই হোক সকল অনাচারের বিরুদ্ধে বাঙালি জাতি অনড়, মলিনতা দূর করে সবাইকে নিয়ে দেশ জাতির কল্যাণে নতুন প্রতিজ্ঞা নেয়া।
বর্তমান সরকার বাঙালি জাতিকে আরো সমৃদ্ধশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলা নববর্ষ যথাযথ মর্যাদায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পালনের প্রতি গুরুত্বারোপ দিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএ’র পরিচালনা পর্ষদের সহসভাপতি ডা. রিটা মন্ডল, মি. সৌরভ বিশ্বাস, অবৈতনিক কোষাধ্যক্ষ ডা. জেমস সুদীপ্ত দেওয়ারী।
শিক্ষা প্রতিষ্ঠান উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠ করা হয়। শেষে এক বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি